কিশোর অপরাধ
- প্রবীর রায়

সৃষ্টি আজ চরম সংকটে,আকাশ ছুঁয়েছে কিশোর অপরাধ,
প্রতিঘন্টায় একজন কিশোর দুষ্কর্মে লিপ্ত, ভুগছে মস্তিষ্কের বিকৃতিতে,
কৈশরিক জ্ঞান হারিয়ে ক্ষণেক্ষণে অপরাধে ব্যস্ত, এই প্রজন্ম,
কাউকে করছে খুন আবার কারো ইজ্জৎ নিয়ে খেলছে নির্ভয়ে,
শিশুকাল মুক্ত পড়াশুনা আর খেলাধুলার জন্য,সুস্থ-শবল থাকতে,
কিন্তু হচ্ছে উল্টো, ইন্টার নেটের ভাইরাসে বন্দী আজ শিশুমন সারাক্ষণ,
আজ সহজেই আর সস্তায় পর্ণ সাইটে যুক্ত উন্মত্ত কিশোরেরা,ক্ষুদে বয়সেই,
যা ব্রেনকে ভ্যাবাচ্যাকা করে দেয়,মন্দ পথটা বেছে নিতে একলাফে একান্তে,
শিশুদের জ্ঞান অর্জনের জন্য যেখানে হাতে ক্ষরী, পেনসিল -বইয়ের প্রয়োজন,
সেখানে আজ সকল শিশু সামগ্রী নিখোঁজ, হাতে উঠেছে একটা স্মার্ট ফোন,
যোগব্যায়াম -শরীরচর্চা ছেড়ে মেতেছে প্রাণনাশক খেলাই, বিভিন্ন নেশায় ক্ষতিগ্রস্ত,
অভিভাবকের আড়ালে আবার কেউ প্রকাশ্যে,তা থেকেই অপরাধের সৃষ্টি,
তাই আজ পদেপদে ভয়,নারীরা নিজ গৃহেও অসুরক্ষিত,অবহেলিত,তাদের থাবায় শিকার,
মানসিক ভারসাম্য হারিয়ে দুরারোগ্য ব্যধিতে ভুগছে,সক্রিয় মস্তিষ্কের শিশু সমাজ,
শিশুরা তাই শেখে যা তাদের শেখানো হয়,বা দেখানো হয় আকারে-ইঙ্গিতে,
বাস্তবে পরিবর্তন অসম্ভব, যেকোনো ভাবেই,তা বৈজ্ঞানিক হোক বা প্রাকৃতিক,
যার পরিণতি ভয়াবহ,থমকে দাঁড়ানো, এক কথাই বিনাশকাল।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।