মনুষ্যত্বের শিক্ষা
- অরুণ কারফা

আমি পারি না যা
তুমি ঠিকই পার
জানি না কি করে সহজে
আমি বুঝি না যা
তুমি বোঝো তা
কি করে বুঝি না যে।

আমি পেলেও ভয়
তুমি পাওনাকো
বিপদ এলে দ্বারেতে
আমি পিছোলেও
তুমি পিছোও না
কুঁকড়ে গিয়ে ডরেতে।

আমি সন্দিগ্ধ হলেও
তুমি হওনাকো
কেউ চাইলে ভিক্ষা
তুমি বল বিপদেই
পাশে দাঁড়ানো
মনুষ্যত্বের নাকি শিক্ষা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।