নিজেকে প্রশ্ন
- প্রবীর রায়
নিজেকে নিজের কাছে প্রশ্ন করো আগে,
পরীক্ষাটা কেরিয়ার নাকি আশা পূরণের লাগে,
পরিবারের মান বাড়াতে,নিজেকে দাও ফাঁকি,
জেদে অন্যের সমকক্ষ হতে,লড়াইয়ে অজস্র ঝাঁকি,
ভাল র্যাঙ্ক ভাল কলেজ,চোখে স্বপ্ন জড়সড়,
নিজ প্রতিভা হারাতে বসি,হতে সমাজে বড়ো,
প্রশ্ন মাঝেই লুকিয়ে আছে,কারণ -সমাধান সূত্র,
কেরিয়ার সিদ্ধান্তে যাচাই দরকার, নিজ লক্ষ্য অত্র,
নিজেকে চাপ মুক্ত রাখো, ভয়-দুশ্চিন্তা দূরে,
স্বতন্ত্র মানুষ লক্ষ্যে স্থির, এগোও সবে সজোরে,
লক্ষ্যে অবসাদ বাসা বাঁধে,সুস্থ জীবন ঘিরে,
খেলাধুলা -মেলামেশা -বিনোদন, লক্ষ্যে পৌঁছাবে অচিরে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।