শূন্যতা
- রুহুল আমীন রৌদ্র

তেরোবার এন্টার্কটিকা পুড়িয়ে আবিষ্কার করেছি
একমুঠো ছাঁই,
কিন্তু একশো তেরোবার হৃদয় পুড়িয়েও তা পাইনি,
পেয়েছি নিকোটিন পোড়া ঈষৎ দুর্গন্ধ,
কামনার শ্লেষ।
শতবার চিবিয়ে খেয়েছি তপ্তমরুর বসন্ত,
পেয়েছি সব ফুলেই একই মধু,
স্বার্থের বিষাদ কণ্টক।
যদি ভালবাসার মাঝে একটিও শূককীট পেতাম,
তবে জন্ম দিতাম সহস্র রূপকথার ভ্রূণ,
তবে পৃথিবীর বুকে লিখে যেতাম,
ভালবাসা আজো বেঁচে আছে আবেগের শুক্রাণু হয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।