অলিখিত ইতিহাস
- মোঃ সাকিবুল ইসলাম - বহমান এই নষ্ট সময়ে

এবং বালিঝড় শুরু হওয়ার আগেই আমি দুর্ধর্ষ বেদুঈনের মতো সুনিপুন হাতে ঘোড়ার জীন টেনে আশ্রয় নিয়েছিলাম উপত্যাকার বরাবর শেষভাগে…।

সেখান থেকে প্রত্যাগমনের সময় আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম একটি মরু ক্যাকটাস,
তারপর প্রায় সাড়ে পাঁচ’শ মাইল খর-তাপে পুড়ে,আকন্ঠ তৃষ্ণা নিয়ে সরাসরি এসে দাঁড়িয়েছিলাম তোমার সামনে;

অতঃপর অস্ফুট স্বরে বললাম, ‘এই ক্যাকটাসের প্রতিটি কাঁটা একটি অভিন্ন ইতিহাস’।

লু হাওয়ায় উড়ে-আসা বালির ভিতরে চাপা পড়ে ক্রমশ তলিয়ে যাওয়ার আগেই আমিও তোমার আঙ্গুল ছুঁয়ে হয়ে যেতে চাই জীবন্ত ইতিহাস …।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।