অত:পর নক্ষত্র পতন
- মোঃ সাকিবুল ইসলাম - বহমান এই নষ্ট সময়ে ২০-০৪-২০২৪

প্রতিদিন সন্ধ্যায় দূর গ্রহাণুপুঞ্জ আর নক্ষত্রের মাঝে প্রত্যাশার শেষ বারুদটুকু খুঁজে ফেরে এক দিকভ্রান্ত হাবল টেলিস্কোপ,
লঘু সপ্তর্ষিমণ্ডল কিংবা কৃষ্ণগহবরের গভীর থেকে আরো গভীরে; কসমিক রে থেকে প্রক্সিমা সেন্টারাই।

এবং সহসা জেগে ওঠা সম্ভবনার শেষ নিউক্লিয়াসও যখন উদীপ্ত, বিপর্যস্ত প্লাংক ওয়াল তখন প্রচণ্ড নিনাদে উত্তপ্ত এক বিগ ব্যাং,

মহাকাব্যিক এক মহা বিস্ফোরণের মতন;
অত:পর নক্ষত্র পতন....।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।