আবর্তন
- সোহেল আহমদ

নীল দরিয়ায় ভাসে তবু
পিপাসাতে কাতর,
শীতল জলে গা ডুবন্ত
হৃদয়টা তার পাথর!

কিসের টানে অতৃপ্ত মন
কোন সে সাধের সুধা,
কোন আহারে মেটাবে সে
সাত জনমের ক্ষুধা?

তেলে-জলে চলছে বাহন
বাইরে থেকে দেখি,
ভেতরে এক বিচল চালক
সেজে আছে মেকি!

রোজ সকালে তৈরি হয়ে
বেরোয় অভিনেতা,
সুখের পোষাক পরিহিত
বন্দী স্বাধীনচেতা!

ভবের বাজার ঘুরেফিরে
পৌঁছে তাসের ঘরে,
মুসাফিরের এই আবর্তন
জন্মান্তরের জ্বরে!

২১/৩/২০১৮ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।