কুরঙ্গ রাণী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে কুরঙ্গ রাণী
হে আমার প্রেমাস্পদা মালাতীয়া,
তোমার চোক্ষের দৃষ্টির কার্তুযে
কুপোকাত মম হিয়া।
.
তোমায় ভেবে অনেক কাল করেছি ক্ষেপণ
তবুও তুমি মম হিয়ার মাঝে করোনি
প্রেমের বীজ বপন।
হে মালতীয়া শোন মোর হাঁক
তোমার জন্য মনে যে চলছে ঘূর্ণিপাক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।