আদেশের প্রহার
- প্রবীর রায়

বড়োর আদেশ করতে পালন,সভ্যতার কাঠগড়ায় বন্দী জীবন,
বিনা প্রশ্নে আদেশ গ্রহণ, সমাজ-সংস্কৃতিই আনিবে পতন,
আজ্ঞা পালন-গুরুর সাধন,আপন মনন হয় বিসর্জন,
অধিকারিরা যাহা বলিবেন,তাই সত্যি বাকি বর্জন,
প্রভুত্বকে সত্য মানিলে,বুদ্ধি নষ্ট -পথ ভ্রষ্ট,
সত্যই হল আলোর দিশা,তারি ষণ্মুখে সব স্পষ্ট,
নব প্রজন্ম মাথানত সদা,পুরনো প্রথা স্বীকারে বশ্যতা,
হারিয়ে ফেলে নেক্সট বার্তাটা,ভবিষ্যৎ বরবাদ -অবশিষ্ট হাড়টা,
যারা অধিকারে দেখায় প্রভাব,সন্তান স্নেহ -হারায় স্বভাব,
আদেশ দ্বারা চাইছি স্নেহ,শিশু হারায় তার-নিজ দেহ,
সম্পর্কে ব্যর্থ মতভেদ এলে,স্তব্ধ তৎপর-ধ্বংসে ঠেলে,
ঘরের বর্জ্য ঘরে জমালে,একদিন পূর্ণ হবে জঞ্জালে,
নিজ জীবনের অকেজো বস্তু,ভুলিলে আসিবে জিতের অস্তু,
বাস্তবে কি-করিলে সফল, চিন্তার বদলে পাই ঠিক ফল।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।