আগল ভাঙার ডাক
- অরুণ কারফা

ঝড় উঠছে খিল দে দোরে
এইবার বইবে বাতাস জোরে
পুরনো সব কিছু উড়িয়ে দিয়ে
নতুন নেবে জায়গা করে।

এরই নাম প্রকৃতির লীলা
এক তরফা চলে না খেলা
মরচে ধরা সমাজের যা কিছু
তাদেরও আসে ফুরাবার পালা।

শোষন যন্ত্র বানিয়েছে যারা
তারা জানেনা শোষনের ধারা
শেষ হয়ে যায় বিপ্লবের ডাকে
জনসাধারণ দিলেই সাড়া।

তারা শুধু জানে চোখ রাঙানি
দেখিয়ে দিলে একটু খানি
ভয়ে জনগণ থামিয়ে দেয়
তাদের সাধের বিপ্লবের গানই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।