প্রতিশোধ
- প্রবীর রায়
সপ্তা' ঘিরে চলছে একসুরে,জনতার প্রতিবাদ,
তারপরে সব ফিরে যাবে,মায়ায় -রাখিবেনা হাতে হাত,
আমি চাইনা প্রতিবাদ-চাইনা মিছিল,চাই শুধু প্রতিশোধ,
তাতেই মিটিবে তৃষ্ণা-অতৃপ্তের,শান্ত হবে ক্রোধ-ক্ষোভ,
লড়বে প্রশাসন চলবে আইন,তারি ফাঁকে প্রলোভন,
হাঁটবে পিছে স্বার্থ ফুরোলে,পর হবে স্বজন,
জ্বলন শিখা দাও-দাও করে,জ্বলছে গহীন মননে,
সভ্য ধরাই অসভ্য সমাজ,ঘাতক জল্লাদ শমনে,
দেহ আজ কঠিন প্রস্তর,লাগেনা কিছুতেই ব্যথা,
জীবন কাটছে দুঃখে অনাহারে,শীতে ছেডা কাঁথা,
শক্তিশালী অর্থ জোড়ে,পাড় পেয়ে যায় দোষে,
গরীব মরে ছুটে দরবার, প্রতিশোধ চাঁপা রোষে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।