আমি তোর কবিতার প্রেমে পড়েছি
- অনিমেষ বিশ্বাস - সহজ প্রেমের পদ্য
আমি তোর কবিতার প্রেমে পড়েছি
আমি তোর তিন আঙুলের ছোঁয়া বলপেন
যে ছবি এঁকে চলে
স্বীকার করে নিয়েছি তারই কাছে পরাজয় ।
আমি নির্বাক, তোর অনুভূতির সাধনায়
তোর ছন্দের খেলা ঈস্পাতের শরীর হয়ে ,
আমার অনাবাদী উষর জমিন
বারবার ক্ষতবিক্ষত করে
এ কি বন্ধুর চিহ্ন রেখে গেছে বুকে !
আমি তোর কলমেই বারবার জন্মেছি
আত্ম চিত্কারে প্রেম বিরহের বীজ বুনেছি ,
কি অদ্ভুত তোর কালির ঘ্রাণ !
শব্দের স্রোতে আর বাক্যের জালে ,
রূপোলি নিদ্রায় সোনালী স্বপ্নেরা পড়েছে ধরা ।
আমি তোর কবিতার প্রেমে পড়েছি
বাঁধা পড়ে গেছি তোর ভাবনার
সুতাহীন প্রবল বাঁধনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।
২৮-০৩-২০১৮ ১৮:৪৭ মিঃ
এগিয়ে চলুন আপনার সাথে আপনার প্রতিভা আছে।
আর আমিওও এই সাইটে আজ নতুন, আশা করি উৎসাহ দিবেন
২৮-০৩-২০১৮ ১৮:২০ মিঃ
ধন্যবাদ ভাইয়া।আমি এই সাইটে একেবারে নতুন ।আশাকরি পাশে থেকে উৎসাহ যোগাবেন।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।