কে তুমি?
- অনিমেষ বিশ্বাস - সহজ প্রেমের পদ্য

কে তুমি ?
এলোচুল খুলে বাতাসে বিলিয়েছ লাজ ,
চারিদিকে হৈ চৈ এ কোন মায়ার সাজ ।
হিমালয় হতে হিমবাহ
মরুর লু বাতাস ,
আভরন অপরুপ আমি হয়নি হতাশ ।
এলে হেলে দুলে
বসন্ত দ্বার খুলে
অফুরন্ত সৌন্দর্য লুটাল পায় ,
বেনোজল বানভাসি সপ্ততরী নায় ।
ছুটেছে পুষ্পরথ
আলোকিত গোটা পথ
ভূলোক দ্যূলোক নেই ডান বায় ,
কে তুমি সথি ?
এ কি মায়া আখিঁ ,
সমস্ত বিশ্বভুবন আজ
ভুলেছে বেবাক কাজ
দিবারাত্রি সব নিটোল পূর্ণিমায় ।
এসেছিলে তাই
ভুলে গেছি রাঈ
যুগল বাসনা শ্যাম
চমকে উঠে দেখি
হল মোর একি
সর্বশান্ত সর্বনাশ ।
নিঃশ্চুপে কখন
অবুঝ এ মন
সেজেছে কাঙালপনা ,
জগতের বাকি সব আরাধনা
উঠেছে চুলায় ।
যখন ফিরে যাবে
আমার কি আর হবে
প্রত্যাশা প্রতীক্ষায় !
দেবী প্রস্থানে
অশ্রু নদীর বানে
নিস্ফল চাষ বাস ।
যাবে তো সব নিয়ে
শূণ্যতার কাব্য দিয়ে
আমার বিশ্বাস ,
ধুলোতে লুটাবে হায়
মর্ত্যবাসীর পায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।