আমি তোর কবিতার প্রেমে পড়েছি 2
- অনিমেষ বিশ্বাস - সহজ প্রেমের পদ্য
খুঁজে ফিরি তোমায় সুশৃঙ্খল পংক্তিমালায়
অশান্ত মনের উত্থাল ঢেউয়ে
আছড়ে ভাঙে বালুকাবেলা বেলাভূমি ।
আমি শান্তির সোপান চাই তোমার
কাব্য কণিকার প্রতি চরণে ,
চরণ চুমে তোমায় ছুঁতে চাই !
তোমার ভাষার অনুবাদিত শরীর ,
আমার মস্তিষ্ক ও হৃদয়ের অনুনাদে
ভেঙে ফেলতে চাই দুরত্বের দেয়াল ।
মনকে শরীরে খোঁজার ভুল
করতে চাই না আর ,
আমি তোমায় কবিতাতেই খুঁজে নেব ,
শব্দেরা নৈঃশব্দ অনুভবে
অবাক বিস্ময়ে আবিস্কার করবে
আমাদের অমর প্রেম ।
০৭।০২।১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।