নারী থেকে ণীরা
- অনিমেষ বিশ্বাস
অনিমেষ বিশ্বাস ।
সুনীলবাবুর নারীকে দেখে
আমি নিজেকে সামলাতে পারিনি !
গভীর রাতে অগভীর ঘুমে আমি
ণীরার স্পর্শ অনুভব করি ,
আধ জাগরণ স্পর্শময় হয়ে ওঠে ;
একটু ছোঁয়ায় , অবচেতন অনুভূতি !
জ্যোত্স্নার রং খেলা করে
হাতে বুকে ঠোঁটে ।
তাল কেটে যাওয়া সুরের লহরীরা
অস্ফুট ভাষায় সরব হয়
ঘুম ঘোর ভাঙে বুঝি
এ কী আবেশ !মায়া ,নেশা লাগে মনে ।
হঠাত্ হঠাত্ পুরনো সত্ত্বার লুকোচুরি
গোলকধাঁধা ! নিজেকে হারানোর খেলায়
ছুঁয়ে যাই নারীর অধরা শরীর
ঠোঁটের আড়ালে চাপা পড়া গোপন ভালবাসা ।
নিজের অজান্তে ,মানসপটে সেজে ওঠে ণীরা ,
দিগম্বর শিবের মত আমি
নারী আর ণীরার পিছু নিই ।
৩১।০৩।১৪
মিরপুর ।
উত্সর্গ : স্বর্গীয় সুনীল গঙ্গোপাধ্যায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।