ফেরারী সময়
- অনিমেষ বিশ্বাস - আয়না ঘর

কতবার ভাবি পালিয়ে যাই !
ঘামে ভরা ক্ষত , শুকিয়ে যাওয়া পাপ
নির্লজ্জ মোহনায় মগ্ন জৌলুসহীন সময় ,
অভিশপ্ত স্মৃতি গ্লানিমাখা চাঁদ ;
কালরাত কতখানি আঁধার আর ?
যে গোলাপে বিলিয়েছি রক্ত ,
চুম্বনে সুখ ভুলেছে পসারিনী !
আমি তার আঁখিতে খুঁজিনি প্রেম
জড়তায় জমা ঘৃণার ভয়ে ।
তুফান ভুলে বুক বাধার স্বপ্নে
যে নাবিক উড়িয়েছে ছেঁড়াপাল
আমি তার খুঁজিনি কিছু প্রেরণা !
দেখেছি জীবনের অবক্ষয় ধ্রুবক
স্বপ্নছোঁয়ার মাপকাঠি কৈ ?
ভুলের মিছিলে বিলিয়েছি প্রেম ।
একটা পশুর বুক ফুলিয়ে কত আর
জল ছড়াবে বন্দরে ,তাতে
কি আর জাগবে প্রাণ ?
মস্তিষ্কের হিজিবিজি অনুরণণ মেলোডিহীনতায় ,
ক্ষয়ে যাওয়া লক্ষকোটি ডেনড্রাইট
চেতনায় আনে ছেদ ।
এবার পালাবারই সময়
ফেলে রেখে শীর্ণ পান্ডুলিপি শরীর
শীতল প্রকোষ্ঠে হৃদয় ,
শ্বেত বরফের কফিনে ঠেকিয়ে
পালাবার রাস্তা খুঁজি ফের ---
আরেক বরফ যুগে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।