সম্পর্কের আদমশুমারি
- অনিমেষ বিশ্বাস

সম্পর্কের বেড়া ভেঙ্গে বেরিয়ে গেছে কাছের মানুষ,
গতবারের আদমশুমারি নিছক একটা ভুল ছিল!
মানুষ এখন একের ভেতর অনেক হয়ে বাঁচে,
সূতার টান , সাঁকোর বাঁধন শুধুই টানা রেখাচিত্র
জীবন বাঁচে ভুল জলে বাতাসে, ঘুণপোকারা উল্লসিত-
স্বপ্ন বাঁচে ফোস্কা শরীর, নিঠুর কড়াই আঁচে।
স্থিতিস্থাপক নয় কিছু আর বাইরে ভীষণ টান,
সীমানা ছিঁড়ে সিলমোহরের হাজারটা অণু প্রাচীর
জীবন কোন জেরফস কপিও নয় সস্তা নেব কিনে,
আমায় তুমি চাইছো না আর বুঝি কথার সুরে
যাতনা কেন পুষি মনে অনেক যতন করে ,
বল কতটা মাশুলে গুনে নেব কাছের মানুষ চিনে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।