নিষ্কণ্টক
- মনিরা বাকী

তুমি বরং সমান্তরাল হাটো
উঁচু নিছু এ পথ জুড়ে আধেক কাঁকড়, আধেক বালি ।
তোমার অমন চরণ যুগল শুধু শুধুই রক্ত ঝরায় !
এ বার না হয় কোমল পথেই হাটো,
কি লাভ বল আঁকা বাঁকা পথে হেঁটে ?
এবার না হয় নরম কোমল ঘাসের বুকে চরণ ফেলে
চরণ তোমার এগিয়ে নিয়ো পথে ।
তাতেই দেখো উজার করে সকল আলো ফুটবে
তোমার সোনার রথে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৬-২০১৩ ১৫:৩৭ মিঃ

তোমার অমন চরণযুগল শুধু শুধুই রক্ত ঝরায়