স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ
- অরুণ কারফা

এখনো মাঝে মাঝে
মনে জাগে ভয়
এর উত্তর একদিন দিতে হবে নিশ্চয়
কিসের কারণে সমাজে এত বৈষম্য হয়।

এখনো মাঝে মাঝে
ভাবি একান্তে
যা যা ছিল করণীয় আমার খাতে
সত্যিই কি তা করেছি দিনান্তে।

কি কারণে নইলে
এত অভাবের মাঝে
কিছু লোকের আছে এত প্রাচূর্য
দুহাতে লুটোচ্ছে তারা বৈভব
যা কিনা দেখতে অতি কদর্য।

কখনো আমার
তাই মনে হয়
আসবেই সেই দিন শীঘ্র নিশ্চয়
পদদলিতরা যেদিন ঘুরে দাঁড়িয়ে
নিশ্চিত করবে তাদের জয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।