চট্টলার রাণী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে বয়োজ্যেষ্ঠ বিদূষী বনিতা
চুপটি করে আছো কিসে,
কৌলিন্য ভয় আছে কি তোমার
অন্তরে মিশে।
.
তুমি কৌমুদী তাই
দেখতে চেয়েছিলাম তোমার মুখ,
খান্ডবদাহনে পোড়ালে আমায়
বাড়ালে মনের অসুখ।
.
হে বয়োজ্যেষ্ঠ বনিতা
হে চট্টলা'র রাণী,
তোমার দীঘল কেশ দিও
ফাঁসিতে করবো মম জীবন হানি।
.
চিন্ময়ে করছো বাস
মস্তিষ্কে উন্মাদনা করছো চাষ,
তোমায় দেখার তৃষ্ণীম্ভাব বেড়েই চলছে
কবে জানি হয় এ জীবন নাশ।
.
হে বয়োজ্যেষ্ঠ বনিতা
হে চট্টলার রাণী,
ছুঁচোর কেত্তন করো নাকো
দেখাও তোমার রূপখানি।
.
উৎসর্গঃসালমা সুলতানা বিপুল
রচনাকালঃ
২৭/০৩/২০১৮
৭:৫৬-৮:১১পিএম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৩-২০১৮ ১৮:৪৫ মিঃ

হে বয়োজ্যেষ্ঠ বনিতা
হে চট্টলা'র রাণী,
তোমার দীঘল কেশ দিও
ফাঁসিতে করবো মম জীবন