অণুকাব্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম
অণুকাব্য
.
১/
.
তোমার পাদপদ্মের প্রেমে পড়েছি
এসো সখি এসো
দলন করে দাও মম বুক,
তোমার পাদপদ্ম দেখে যেন
মনে আসে সুখ
এসো সখি এসো পাদপদ্ম
দিয়ে দলন করো?
.
২/
.
তোমার পাদপদ্ম দিয়ে বক্ষের উপরে
নৃত্য করো হে প্রিয়সী,
তোমার নৃত্যে যেন ভেঙ্গে যায় বক্ষ
উঠে না যেন মনে প্রেমের শশী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।