পাদপদ্ম
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আলতো চুম্বনে তোমার পাদপদ্ম কে আদর করতে চাই হে চাঁদকন্যা
ভালবাসার লালা দিয়ে তোমার পাদপদ্ম সুরক্ষিত করতে চাই,
তোমার পাদপদ্ম সজীব রাখতে চাই হে তিলোত্তমা।
.
এসো পাদপদ্ম বাড়িয়ে দাও একটু ছুঁয়ে দেই
ভালবাসার লালা দিয়ে তোমার পাদপদ্ম সজীব করি তুলি,
তোমার পাদপদ্মের শত্রু হয় না যেনো দদ্রু
তাই লালা দিয়ে করতে চাই আব্রু।
.
এসো তিলোত্তমা পাদপদ্ম বাড়িয়ে দাও
একটি চুম্বন দেই,পাদপদ্মের সকল ব্যামোর
অবসান করে দেই।
.
লাজ করো নাকো তিলোত্তমা পাদপদ্ম বাড়িয়ে দাও
আমি তোমার পাদপদ্ম কে আরো সুশ্রী করে দিতে চাই,
চুম্বনে চুম্বনে তোমার পাদপদ্মের ত্বক কে
রোমাঞ্চকর করে দিতে চাই।
.
ত্রিদিবে এমন সুখ পাবে নাকো হে তিলোত্তমা
এসো জলদি এসো পাদপদ্ম বাড়িয়ে দাও,
চুম্বনে চুম্বনে তোমায় মাতোয়ারা করি
ভালবাসা মিষ্টি চুম্বনে তোমার মনে আনন্দ ভরি।
.
.
রচনাকালঃ
৫:৩৮-৫:৫৩পিএম
৩০/০৩/২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
৩০-০৩-২০১৮ ১৯:৩৬ মিঃ
ত্রিদিবে এমন সুখ পাবে নাকো হে তিলোত্তমা
এসো জলদি এসো পাদপদ্ম বাড়িয়ে দাও,
চুম্বনে চুম্বনে তোমায় মাতোয়ারা করি
ভালবাসা মিষ্টি চুম্বনে তোমার মনে আনন্দ ভরি।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।