ভাল থেক প্রিয়তমা ভাল থেক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ভাল থেক প্রিয়তমা ভাল থেক
আমায় যদি কভু পড়ে স্মৃতির আনন্দ মেখো
ভাল থেক প্রিয়তমা ভাল থেক।
.
তোমায় নিয়ে কত দেখেছিলাম স্বপন
তুমি আজ কিসে আমায় ছেড়ে
অন্য ছেলের বুকে করলে প্রেমের বীজ বপন
ভাল থেক প্রিয়তমা ভাল থেক
.
আর কোনদিন চাইবোনা তোমায়
যদিও মনের খরায় মরে যাই,
তবুও তোমার কাছে ভালবাসার আবদার করবো না
শুধু যে এখন মৃত্যু চাই
ভাল থেক প্রিয়তমা ভাল থেক।
.
আমার জন্য কভু আর ফেলিও না চোখের জল
আমি যে কেউ নই তোমার, নেই যে আমার প্রেমের বল
যা আশা ছিল সব তো করেছো বিফল
ভাল থেক প্রিয়তমা ভাল থেক।
.
আমি তো চলেই যাচ্ছি না ফেরার দেশে
আমার মৃত্যু হলে তোমার কি বা যায় আসে
তবুও একটু বসিও আমার লাশের পাশে
কষ্ট না মনে করে দিও একটু হেসে
ভাল থেক প্রিয়তমা ভাল থেক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।