কেশবতী কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে কেশবতী কন্যা তোমায় দেখে
মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়েছি,
হে কেশবতী কন্যা
হে কস্তুরী মৃগ একটু ভালবাসার সুবাস দাও,
তোমার কেশের স্পর্শ দাও
মনের জড়তা লাঘব করি।
.
হে কেশবতী কন্যা
নিশ্চুপ থেকো না
উন্মন হয়ে থেকো না,
তোমায় নিয়ে উদ্বেগ বেড়ে চলছে
পাথর মন বরফ হয়ে গলছে।
.
হে কেশবতী কন্যা
তোমায় নিয়ে একাগ্রচিত্তে ভেবে চলছি
এণ্ডোকার্ডিয়াম কে প্রেমের যাঁতায় দলছি
যদিও তোমার কাছে মামুলি
তবুও হতে চাই তোমার ব্যাঙের আধুলি।
.
হে কেশবতী কন্যা
হয়েও নাকো কূপমণ্ডুক,
তুমি যে আমার মেনিনজাইটিস রোগের ঔষধ।
.
হে কেশবতী কন্যা
করো নাকো খেপামি,
তুমি যে আমার প্রেমের গিরিশৃঙ্গ
সোনা-হীরা-মানিকের চেয়েও দামী।
.
উৎসর্গঃঅজান্তা অনু
.
রচনাকালঃ
৮:৫১-৯.০৮এম
০২/০৪/২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৪-২০১৮ ০৯:২০ মিঃ

হে কেশবতী কন্যা
করো নাকো খেপামি,
তুমি যে আমার প্রেমের গিরিশৃঙ্গ
সোনা-হীরা-মানিকের চেয়েও দামী।