টিং টাং টং
- ফাইয়াজ ইসলাম ফাহিম

টিং টাং টং
সোনামনি ভাত খাবে না
করছে দেখো ঢঙ,
সোনামনি'র মন নেই ভালো
কুকুর ছানা হারিয়ে
মন হয়েছে কালো।
.
টিং টাং টং
কুকুর ছানা দৌড়ে এসে আদর করে,
সোনামনির আনন্দ যায় বেড়ে
মনে ফিরে রঙ
টিং টাং টং।
.
সোনামনি কুকুর ছানা কে নিয়ে
খুব খুশি,
সোনামনির হাসি দেখে
কাঁদে তার বোন টুসটুসি।
.
টিং টাং টং
একদিন কুকুর ছানা বড় হয়,
সোনামনি কথা শোনে না
করে ভংচং
তা দেখে তার বোন টুসটুসি ফ্যালফ্যালিয়ে হাসে
মাখে গায়ে রংচং
আহ্! টিং টাং টং।
.
শিশুতোষ ছড়া


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৪-২০১৮ ১২:৪০ মিঃ

.
শিশুতোষ ছড়া