কল্পনার আগে
- শাওন সারথি
প্রিয়তমা চায়নি বলেই
উপেক্ষা করলাম রসবতী চাঁদের আলো।
বৈশাখের উত্তপ্ত লিলুয়া হাওয়ায়
উবে গেছে ওষ্ঠের আদ্রতা।
বৃষ্টি চাই বলতেই
হাতের মুঠোয় ধরে আনলাম
একটুকরো অন্ধকার মেঘের দেহ।
আর বললাম
গলে যাও আর
ফোটায় ফোটায় স্পর্শ কর প্রিয়তমার সুতীক্ষ্ণ ওষ্ঠ।
তীব্র হিম আর ভয়ে কম্পমান মেঘ অস্বীকার করতেই
আদেশ করলাম যৌবনাময়ি রসালো পূর্ণিমার চাঁদকে।
তোমার গচ্ছিত রুপালী আলো দাও ওই মেঘকে,
এই বলেই ঢেকে দিলাম চাঁদের দেহ মেঘ চাঁদরে।
অথচ এই পূর্ণিমায় আমাদের স্পর্শ করার কথা ছিল,
কথা ছিল তাতে একটা নতুন কবিতার জন্ম দিব।
তবু প্রিয়তমা চায়নি বলেই
উপেক্ষা করলাম এই পূর্ণিমার রসবতী চাঁদের আলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।