দয়িতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে আমার দয়িতা
হে আমার মনের সম্রাজ্ঞী,
কি চাও তুমি
কিসের জন্য মম জীবন করতেছে মরুভূমি।
.
হে আমার দয়িতা
হে আমার মনের সম্রাজ্ঞী পারলে
তোমার পুষ্প কোমল হাত দিয়ে
আমায় হত্যা করো
তবুও মনের রাজ্য মরুময় করো না?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।