মনের আকাশ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনের আকাশে ছিলে তুমি নক্ষত্র হয়ে
আজ তুমি উল্কা হয়ে কিসে যেতে চাও ক্ষয়ে,
কিসের ভয়ে ছেড়ে যেতে চাও মম মনের আকাশ
আমার মনের আকাশে কি তোমায় কষ্ট দিয়েছে
করেছে কি তোমায় হতাশ।
.
মনের আকাশ ভালবেসে করেছিলো আপন
আজ তুমি পর করে
মনের বাড়াচ্ছ কিসে কাঁপন,
তুমি তো মনের আকাশে নক্ষত্র হয়ে দিয়েছিলে
আলো
আজ কিসে চলে যেতে চাও মনের আকাশ করে কালো।
.
তুমি ছিলে মনের আকাশের নক্ষত্র রাণী
সাযুজ্য ছিল সবার মাঝে
ছিলো না কোন নক্ষত্রের মাঝে হানাহানি,
আজ তুমি ছেড়ে যাচ্ছ মনের আকাশ ছেড়ে
আমার মনের আকাশ হয়তো এখন আঁধার থাকবে
সকল নক্ষত্র আস্তে আস্তে যাবে যে সরে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৪-২০১৮ ০৯:৪৪ মিঃ

মনের আকাশে ছিলে তুমি নক্ষত্র হয়ে
আজ তুমি উল্কা হয়ে কিসে যেতে চাও ক্ষয়ে,
কিসের ভয়ে ছেড়ে যেতে চাও মম মনের আকাশ
আমার মনের আকাশে কি তোমায় কষ্ট দিয়েছে
করেছে কি তোমায় হতাশ।
.