সময়ের ডাক
- অরুণ কারফা
ছেলে ঘুমোল পাড়া জুড়ল
আর কতদিন তবে শোবে
বাঁধ ভেঙেছে অত্যাচারের
মানুষ ফুঁসছে ক্ষোভে।
এ ছেলে একবিংশ শতাব্দীর
বোঝে শুধু পার্থিব সুখ
অন্ন পেলে দুমুঠো মুখেতে
ভোলে অন্যের দুখ।
তবু আশা করি বুঝবে এ ছেলে
পিঠ ঠেকেছে দেয়ালে
এখনো যদি না হই জাগ্রত
হাওয়া লাগবে না পালে।
বৃথা হবে একা স্বপ্ন দেখা
না এগোলে এক পাও
বাতাস যখন বইছে সঠিক
তখনি বাইতে হবে নাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।