পথের পানে চলেছি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা

চলেছি পথে একা
পাইনি জীবনের দেখা
তবু হেটে চলেছি বহুদিন ধরে

হেটে চলব বহু পথ "

স্বপ্ন ডিঙ্গায় চরে,,
চলে যাব বহু দূরে,,
চলে যাব স্বপ্নের দেশে।।

হাটব স্বপ্নের পথে,,
তুমি আর আমি,,
পাশাপাশি হাত ধরে।।

কেটে যাবে বহুকাল,,
তবু থেকে যাব দুজনে ""
দুজনার পাশে
হাতে হাত রেখে।।


পথের পানে চলেছি একা।
নাহি আছে ভাবনার দেখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।