এই শহর
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা

এই শহর
♦♦♦
মোঃ আব্দুল্লাহ আল মামুন
========
এই শহর,
আমার রাত জাগা শহর।
এই শহর আমার বেহায়া শহর।



এই শহর তোমার রূপে মুগ্ধ।
তোমার যাদুতে সে ঘুমের কথা গেছে ভুলে।


প্রিয়া তুমি এই রাতকে প্রেম দিবে কি?
প্রেম যে তার বড্ড প্রয়োজন।


এই আমার শহর।
এই শহরের জেগে থাকা রাত।
কতো কল্পনা পথের ধারে বেচে থাকে।



এই আমার রাত জাগা শহর।
এই আমার বেহায়া রাত্রি।
প্রেমের স্পর্শে জাগ্রত রাত্রি।



কতো প্রেম বিলিয়ে জাগ্রত এই রাত্রি।
এখনো দেখো রাত্রি জেগে শহরটা।


-এই রাত্রি।
জেগে আছো তুমি।
জেগে আছি আমি।
আর সাক্ষী আছে এই বেহায়া রাত্রি।


এই রাতের প্রেম।
প্রেমিক প্রেমিকার নষ্ট প্রেম।
মধুর মিলনে ভরা যুগলবন্দী প্রেম।
গৃহিনীর প্রেম গৃহকর্তার প্রেম।
আর জাগ্রত এই রাত্রির প্রেম।



প্রিয়া আমি তোমার স্পর্শ পাই এই রাতের আধারে।
এই রাত তোমার কথা বলে।


এই রাস্তার ল্যাম্প পোস্ট।
রাত জাগা রাত্রের প্রহরী।
রাস্তায় হেটে চলা মাতালের মাতলামি।
আর এই আমার প্রেমিক রাত।
স্নিগ্ধ আর বেহায়া রাত।


এই আমার প্রেম।
তোমার সাথে আমার মিলনের কবিতা।
এই রাত জানে সব।
কারন সে তো বেহায়া আর লজ্জাহীন।
সব তার জানা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৪-২০১৮ ০৯:৫৭ মিঃ

এই আমার প্রেম।
তোমার সাথে আমার মিলনের কবিতা।
এই রাত জানে সব।
কারন সে তো বেহায়া আর লজ্জাহীন।
সব তার জানা।