কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে কবিতা, কবরী করে দিবো তোমার কেশ
কাজ্জল রাঙিয়ে দিবো তোমার চোক্ষে
দেখবো তোমায় অনিমেষ।
.
ঠোঁট ভালবাসার চুম্বায় করিবো লাল
গালে প্রেমের লালা দিয়ে প্রলেপ দিবো
প্রেমের উষ্ণতায় করবো তোমায় ঝাল।
.
মস্তিষ্ক থেকে পায়ের পাতা
দিবো তোমার আলতো করে ছুঁয়ে,
লাজ -শরম - হিংসা
যাবে তোমার ক্ষুয়ে।
.
তোমার বক্ষের সফেদ সরোবরের
খাবো মিষ্টি জল,
প্রেমের গল্পে তোমায় মাতোয়ারা করবো
ফিরবে তোমার মনোবল?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।