কোটা পদ্ধতি সংস্কার চাই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - দেশ প্রেম
কোটা পদ্ধতি সংস্কার চাই __
___==========
হে আমার দেশের সরকার.
ভিক্ষা চাই না।
চাই আমাদের অধিকার।
তাল বাহানা বন্ধ করে।
এবার অধিকার দেয়ার চিন্তা করুন।
এবার বিচার করুন অপরাধি পুলিশের।
আর আমাদের দাবি মেনে নিন।
হে আমাদের দেশের সরকার।
ভিক্ষা চাইতে আসিনি।
চাই আমাদের অধিকার।
অধিকার চাই।
কোটা পদ্ধতির সংস্কার চাই।
দিতেই যখন হবে।
তাল বাহানা নয়।
অধিকার দিন।
হে সরকার।
আমাদের অধিকার দরকার।
ভিক্ষা চাই না।
চাই অধিকার।
মেধাবীদের উপর হামলার বিচার চাই।
চাই যখন অধিকার দিন।
ভিক্ষা চাইনা।
চাই অধিকার।
চাই অপরাধীদের বিচার।
আমরা কি করে হলাম রাজাকার?
কেনো আমাদের বলছেন আপনারা।
আমরা বিপক্ষশক্তি।
আমরা রাজাকার।
আমরা মেধার মূল্যায়ন চাই।
আমরা রাজাকার কি করে হলাম?
জানতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।
১১-০৪-২০১৮ ১০:২৩ মিঃ
এই দিনেও বস্তা পচা প্রেম। আর ঘাস ঘিরে রেখেছে সকল
ফেসবুক কবিদের। আর আমাদের বুদ্ধিজীবী দের।ছি।।
কাল একজনের রগ কেটে দিলো তারা
১০-০৪-২০১৮ ২২:০৯ মিঃ
১মাস সময় দিন-ওবাইদুল কাদের
কোটাবিরোধী আন্দোলন কারীরা রাজাকারের বাচ্চা-মতিয়া
বাজেটের পরে কোটা সংস্কার - অর্থমন্ত্রী
সর্বশেষ :কোটা সংস্কার হবেনা।আন্দোলনকারীরা স্বাধীনতা বিরোধী - তথ্যমন্ত্রী
১০-০৪-২০১৮ ২১:১০ মিঃ
এই মেধা আর নাম ডাক দিয়ে কি করবে কবি?
যদি তোমার মেধা কারো কাজেই না আসে।।
ওই নোংরা প্রেমের কবিতা লিখে তুমি কি করবে??
কার জন্য ওই কবিতা??
যাও দেখো।।
সারা দেশে মেয়েরাও এই আন্দোলন করছে।
মাথার ঘাম পায়ে ফেলে।
আর রক্ত জমিনে লুটিয়ে
১০-০৪-২০১৮ ২০:৪৩ মিঃ
সকল কবিদের বলছি ।।।
শুনে রাখুন।।।
কবিতা তো অনেক লিখেছেন প্রেম আর বিরহ।
সেইসব দিয়ে কি হবে????
যদি মানুষের কান্না আপনার কানে না যায়।।
ব্যাথা না লাগে ভাইয়ের কান্না দেখে।
১০-০৪-২০১৮ ২০:৪২ মিঃ
কবিরা কি আজ ঘুমিয়ে আছে????
শুধু প্রেম প্রেম করে মরলে হবে নাকি??
শুধু নারী নারী করে মরলে হবে???
তোমরা কি দেখো না।
ঢাকা ভার্সিটি তে মেধাবী রা
কত কষ্ট করছে///
১০-০৪-২০১৮ ২০:৪০ মিঃ
কবিরা কি করে এইখানে কতো কবি দেখিতে পাই। তারা কেনো চুপ??? তাদের কি একটু মায়া লাগে না।??????????
১০-০৪-২০১৮ ২০:০৩ মিঃ
কোটা পদ্ধতি সংস্কার চাই __
___==========
হে আমার দেশের সরকার.
ভিক্ষা চাই না।
চাই আমাদের অধিকার।
তাল বাহানা বন্ধ করে।
এবার অধিকার দেয়ার চিন্তা করুন।
এবার বিচার করুন অপরাধি পুলিশের।
আর আমাদের দাবি মেনে নিন।
হে আমাদের দেশের সরকার।
ভিক্ষা চাইতে আসিনি।
চাই আমাদের অধিকার।
অধিকার চাই।
কোটা পদ্ধতির সংস্কার চাই।
দিতেই যখন হবে।
তাল বাহানা নয়।
অধিকার দিন।
হে সরকার।
আমাদের অধিকার দরকার।
ভিক্ষা চাই না।
চাই অধিকার।
মেধাবীদের উপর হামলার বিচার চাই।
চাই যখন অধিকার দিন।
ভিক্ষা চাইনা।
চাই অধিকার।
চাই অপরাধীদের বিচার।
আমরা কি করে হলাম রাজাকার?
কেনো আমাদের বলছেন আপনারা।
আমরা বিপক্ষশক্তি।
আমরা রাজাকার।
আমরা মেধার মূল্যায়ন চাই।
আমরা রাজাকার কি করে হলাম?
জানতে চাই।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।