ভাল থেক রাজকন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৫-০৪-২০২৪

হে রাজকন্যা আশা তোমায় যেদিন প্রথম দেখেছিলাম
সেদিনে মনে প্রেমের সূর্য আবির্ভাব হয়েছিলো,
মন রাজ্যে প্রেমের কেতন পত্ পত্ করে উড়েছিলো
তোমার অপরূপ মায়ায় মোহিত হয়েছিলাম।
.
তোমার কেশদাম,তোমার কাজ্জল রাঙানো শ্যেন দৃষ্টি চোখ
তোমার হাসি,তোমার লাল ঠোঁট মনে আগুন লাগিয়ে ছিলো
আমার মনের রাজ্য অস্থির করে তুলেছিলো।
.
তোমার কৃকলাসের মত অঙ্গি- ভঙ্গী মনে ভালবাসা কেলাসিত
করেছিলো,
ভালবাসি বলবো বলে অনেকবার তোমার সামনে যেতে চেয়েছিলাম
কিন্তু আমি পারিনি
তোমার রূপের আলায় ঝলসে গিয়েছিলাম।
.
চিত্তবিক্ষেপ দমন করতে বারংবার প্রেম দেবতা
মদনের কাছে আর্জি করেছিলাম,
ওহে প্রেম দেবতা আমায় মুক্তি দিন
রাজকন্যা আশা যেন আর আমার ভাবনায় না আসে?
.
কিন্তু, শত চেষ্টা করেও পারিনি
আজও তোমায় ভুলতে পারিনি হে রাজকন্যা,
তুমি এখন অপরের অর্ধাঙ্গিনী
অন্য কারো মনে হয়তো এখন বসবাস করো
তবে আমার মনে আজও ভালবাসে চাষ করো
জানি না কোন অধিকারে, কিসে এমন হচ্ছে
কে আমি?
আমি তোমার কে, আজ অবধি তোমার বন্ধু ছাড়া কিছুই হতে পারিনি
আর কখনো হয়তো পারবো না, তবে তোমায় ভালবাসি
আমার এই ভালবাসার কথা ভাললাগা শব্দের মাঝে বন্দি থাকুক
ভাল থেক রাজকন্যা....
.
উৎসর্গঃ আবিদা সুলতানা আশা
.
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১০-০৪-২০১৮ ২৩:০৬ মিঃ

হে রাজকন্যা আশা তোমায় যেদিন প্রথম দেখেছিলাম
সেদিনে মনে প্রেমের সূর্য আবির্ভাব হয়েছিলো,
মন রাজ্যে প্রেমের কেতন পত্ পত্ করে উড়েছিলো
তোমার অপরূপ মায়ায় মোহিত হয়েছিলাম