ডাক্তার্নি সাহেবা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৯-০৩-২০২৪

ডাক্তার্নি সাহেবা
.
সেদিন গিয়েছিলাম ডাক্তার্নি সাহেবা কে দেখতে
পারিনি তার হাতে ফুলের তোড়া দিতে,
সেই ফুলের তোড়া ড্রেনে হাবুডুবু খায়
আমার ভালবাসা বেলুনের মত করে চুপসে যায়।
.
সেদিন গিয়েছিলাম ডাক্তার্নি সাহেবা কে দেখতে
চেয়েছিলাম কিছু সময় চোখে চোখ রাখতে,
কিন্তু পারিনি লজ্জায় মুখ মলিন হয়ে যায়
ডাক্তার্নি সাহেবা যে অপরের অর্ধাঙ্গিনী
তার মনে যে অপরের বাস, অপরের মাঝে যে করে নিজের ভালবাসা চাষ।
.
সেদিন গিয়েছিলাম ডাক্তার্নি সাহেবা কে দেখতে
টাকা- পয়সা ধন-দৌলত,হীরা মানিক কিছুই না
শুধু দেখতে চেয়েছিলাম তার বিধু মুখ
ভালবাসা না পেলেও পেতাম কিছু মেকি সুখ।
.
সেদিন গিয়েছিলাম ডাক্তার্নি সাহেবা কে দেখতে
কিন্তু কিছুই দেখতে পেলাম,
আহ্ কি বিষম যন্ত্রণা একের পর এক রোগী
আসে, আর আমি রাস্তার পানে চেয়ে থাকি।
.
কিছুই বলতে পারিনা শুধুই হা-হুতাশ করি
আর বলি কবে যাবে রোগী আর কবে শেষ হবে রোগী দেখা।
.
সেদিন গিয়েছিলাম ডাক্তার্নি সাহেবা কে দেখতে
চেয়েছিলাম তার ছবি মনের মাঝে আঁকতে
কিন্তু পারিনি ডাক্তার সাহেবার মনোযোগ নেই,
সে খুব ব্যস্ত রোগীর সেবায় আর আমি প্রেমরোগী
শুধু হা-হুতাশ করি কবে শেষ হবে রোগী দেখা
এই বলে চেয়ে থাকি রাস্তার পানে?
.
ডাক্তার্নি সাহেবা কে ভীষণ লাভ করি,কিন্তু তিনি কখনো আমার হবে না, আমার মৃত্যু পরবর্তীতে এ বিষয়ে কেউ গবেষণা করবেন না।
.
রচনাকালঃ১৫/০৪/২০১৮
৬:০৮-৬:১৭ পিএম
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১৫-০৪-২০১৮ ২০:২২ মিঃ

সেদিন গিয়েছিলাম ডাক্তার্নি সাহেবা কে দেখতে
পারিনি তার হাতে ফুলের তোড়া দিতে,
সেই ফুলের তোড়া ড্রেনে হাবুডুবু খায়
আমার ভালবাসা বেলুনের মত করে চুপসে যায়।
.