সে ছিল স্বর্ণযুগ
- অরুণ কারফা
কালে কালে যে কি দিন কাল হল
গুরুজনদের কথা শিকেয় উঠল
এখন শোনে না কেউ কারো কথা
যতই হাঁক জোরে,
এ যেন অনেকটা
নিজেকেই নিজে
বোকা বানানো ইচ্ছে করে।
এখন প্রবীণরা মেনে নেয় সব
নইলে নবীনরা তোলে কলরব
তারা শুনবে না বড়দের কথা
এই বোধ হয় হচ্ছে
যুগের পরিবর্তন,
এমনটাই আমরা বলে থাকি
যখনি হয় প্রয়োজন।
অতীতে নাকি ছিল সুসময়
সব সময়ই সবাই এমনটাই কয়
তাহলে কি সব
উত্তরোত্তর হচ্ছে খারাপ,
জানিনা আর কত
জমবে পাপ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।