হে আমার আলেকজান
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে আমার আলেকজান
হে আমার আত্মার আত্মীয়
ত্রিশঙ্কু অবস্থায় ফেলে আমায়
কভু ভুলে যেও না,
আমি তোমার জন্য লাজ-শরম সব ছেড়েছি
মায়া ছেড়েছি
নিজের আমিত্ব ছেড়েছি তুমি কভু আমায় ভুলে যেও না।
.
হে আমার আলেকজান
হে আমার আত্মার আত্মীয়
তোমায় সুখে দুঃখে পাশে চাই
জীবনের শেষ কাল অবধি।
তুমি কভু আমায় ভুলে যেওনা
আমি তোমায় চাই সব সময়।
.
হে আমার আলেকজান
হে আমার আত্মার আত্মীয়
হে আমার চঞ্চলা প্রিয়তমা
শত বাঁধা বিপত্তি আসুক
তুমি শুধু ভালবাসা দিও সকল ঝঞ্ঝাট হবে ক্ষয়
তুমি শুধু ভালবাসা দাও
ভালবাসার হবে জয়......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।