মানবতার শির
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে কফ তুমি মানবতার শির
তোমার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে
মানবতার মহাবীর।
.
হে কফ তুমি ভেঙ্গেছো অন্যায়ের দর্প
তোমার ভালবাসার দৃঢ়তায়
নিপাত হচ্ছে মনুষ্য কাল সর্প।
.
হে কফ তুমি মানবতার শির
দোর্দণ্ডপ্রতাপে এগিয়ে চলো
হয়ে নাকো ধির্
নচেৎ অসুর দিবামণি করবে তোমার
বক্ষ চৌচির।
.
হে কফ তুমি মানবতার শির
কখনো শির নত করো না
লোভাতুর হয়ে খেয়েও না ধর্মীয় ক্ষীর
তোমার চিন্ময়ে বাঁধিতে পারে ধর্মীয় নীড়?
.
হে কফ তুমি মানবতার শির
সকল মানুষ কে ভালবেসে উড়াও মানবতার কেতন,
বিশ্বব্রহ্মাণ্ড ধর্ম বিভেদ ভুলে
হয়ে উঠুক চেতন।
.
উৎসর্গঃCitizens Open Forum(COF)সংগঠন কে...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৭-০৪-২০১৮ ১৬:৪৮ মিঃ
.
হে কফ তুমি ভেঙ্গেছো অন্যায়ের দর্প
তোমার ভালবাসার দৃঢ়তায়
নিপাত হচ্ছে মনুষ্য কাল সর্প।
.
হে কফ তুমি মানবতার শির
দোর্দণ্ডপ্রতাপে এগিয়ে

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।