সু- স্বাগত - ২০১৮
- নাহিদ সরদার
সু-স্বাগত দুই হাজার আঠারো
মো: নাহিদ সরদার
চারিপাশে রাত
একটা পৈচাশিক উল্লাস গিলে নিল নিরবতা
প্রজন্মের হাতে আছে মদ, গাজা, ফেন্সি
স্বাগত ভাঙ্গিতে বরে নেবে আঠারো সকাল
চোখে মুখে লেগে রবে ক্লান্তি
তারপর কুয়াশায় মুখ ধুঁয়ে চলে যাবে আরেক প্রজন্ম
পরিশেষে সোপিয়ার মুখে শুনে নিতে হবে পতনের করুণ কাহিনী।
তাই চলো বিগতের হাত ধরে ফিরে যাই বিগত প্রজন্মে
খুঁজে আসি ধ্যানমগ্ন ঋষির জীবন
অথবা একটা গুরু গৃহ
যেখানে পাওয়া যায় জীবনের মানে।
তারপর উপভোগ করি একটা রবীন্দ্র গান ও নজরুলগীতি
আলোর পিদিম জেলে বলি
সু-স্বাগত দুই হাজার আঠারো।
০১/০১/২০১৮ রবিবার
রাত: ১২: ০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।