পৌষ চলেছে শেষের পথে
- নাহিদ সরদার
পৌষ চলেছে শেষের পথে
মো: নাহিদ সরদার
পৌষ চলেছে শেষের পথে
পেলাম নাতো রানীস্লেট, বাসফুল আর চিনিকানাই সুভাস কথা,
উঠোনজুড়া নরম নরম কুটোর পাহাড় আর দেখিনা,
আহারে আমার সেই সময়টা,
নরম নরম পাহাড়গুলো পেরিয়ে যেতাম এক লাফেতে
বিকেল হলেই দলবেঁধে সব কুটোর তলে পলাপলি,
শীত সকালে কুড়িয়ে আনা খড়কুটোতে আগুন দিয়ে গোল করে সব শরীর ছ্যাঁকা,
সেই সময়টা কোথায় গেছেে?
কোথায়ে গেছে কাঠেরপাটের ধানের আটির শব্দকথা
যে শব্দতে জেগে যেত আমার সকাল।
মায়ের হাতের কুলার নাচন আর কেন নেই-
আর কেন নেই নতুন ধানের গন্ধ গুলো?
জমিদারের খোলেন ভরা কুটোরপালা আর কেন নেই?
বাবা আময় কেন বলো আর বলেনা সকাল সকাল উঠতে হবে
ঘুরতে হবে গরুর মলন- জলদি আসো।
তেজি তাজা সেই গরুটা
কি যেন নাম?
শিং বড় তার
- দামড়া গরু
কোথায় গেছে সে সব গরু?
এখনতো সব গোয়াল ভরা নেতিয়ে পড়া মংস পাহাড়।
সেই সময়টা হারিয়ে গেছে
তাইতো আজি পৌষ গেলেও শেষের পথে
আমার পিঠে অচল চাপা।
ভুঁই ভরা সে নাড়ারবন হারিয়ে গেছে ঘেরের তলে,
ভেসে গেছে ধানকুটো সব কাল স্রোতে,
তাইতো এখন ছিঁড়া দেহে পৌষ চলেছে শেষের পথে।
১০/০১/২০১৮ বুধবার, সকাল, ৮:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।