অন্তহীন কাব্য
- নাহিদ সরদার
অন্তহীন কাব্য
মো: নাহিদ সরদার
প্রতিবার রাত শেষে অপেক্ষা সকাল
কাজের খোঁয়াড়ে কাটে তাবৎ সময়
ভালো থাকার প্রতিযোগিতা শুরু হয়
দিনান্তে মলিন সূর্যের মতো হাহাকার করে কেউ কেউ
কেউবা আবার রাতের রূপালী আলো গায়ে মেখে
স্বস্তির ঢেকুর তুলে বলে
বেশ আছি চাল, ডাল নুনে।
এভাবেই কেটে যাবে মহাকাল
তারপর একদিন অপেক্ষা সকাল শেষ হবে।
মিটে যাবে সেদিন অাহ্লাদী পৃথবীর স্বাদ,
তারপর আরেকটা অন্তহীন কাব্য ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।