রেখেছি তোমায় অন্ধের দৃষ্টিতে
- নাহিদ সরদার
রেখেছি তোমায় অন্ধের দৃষ্টিতে
মো: নাহিদ সরদার
কোনো মৃতের মুখ দেখলেই অামি ভুলে যাই - তাঁর অতীত
অগোছালো মুখ তাঁর ভেসে ওঠে চোখের সামনে,
ভুলে যাই ভালো লাগা প্রিয় মুখ-
তাই আমি দেখিনা।
যে- বা - যারা চলে যায়
অামি বেধে রাখি তায় অন্ধের দৃষ্টিতে।
সে বার যখন তুমি গেলে,
গোলাপের পাপড়িটা খুলে
পরণে বাংলার রঙ
ভুঁই ছাড়া শালিকের ঢঙ
চোখ থেকে খসে যাওয়া প্রিয় বর্ণমালায়
যে রূপ রেখে সেদিন কলমি আগায়
ধান সবুজ শাড়িতে হলো তোমার প্রস্থান
দশটা বছর কেটে গেছে
তবুও একই রকম স্থির সুন্দর
রেখেছি তোমায় আমি অন্ধের দৃষ্টিতে।
২৪/০১/ ২০২১৮
বুৃধবার, রাত,১২: ৩০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।