চোখের জলে কান্দিস নারে মন
- নাহিদ সরদার
আকাশ না ভুলে যায়
মো: নাহিদ সরদার
জেলখানা থেকে এক বৃদ্ধ বের হল
অনেক দিন পর আকাশের চোখে চোখ রেখে দেখতে পেল, এক খণ্ড নুয়ে পড়া লাল অাভা।
তারপর যে বের হলো- সে এক প্রেমিক খুনি,
আকাশের চোখে চোখ রেখে দেখল,
ছেড়ে যাওয়া মেঘ।
তারপর যে বের হল- সে এক নবীন,
আকাশের চোখে চোখ রেখে দেখল,
কিছু টিক্কা রঙ ও আবছা ধোয়া ।
একদম শেষে যে বের হলো সে এক শিশু
আকাশের চোখে চোখ রেখে বললো, কী ভীষন সুন্দর ও অসীম।
তারপর হেঁটে গেল বৃদ্ধ ও নবীনের পিছনে
আমার কেবল ভয় হয়
আজকের শিশু আগামির আকাশ না ভুলে যায়।
০৫/০২/২০১৮ সোমবার, বিকাল : ৫:৪৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।