আলেকজান
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে আমার আলেকজান
আমি প্রেমের কর্কট রোগে আক্রান্ত,
একমাত্র তুমি পারো আমায়
এ রোগ থেকে মুক্তি দিতে।
.
হে আমার আলেকজান
তোমায় ছাড়া আমি বাঁচতে পারব না,
এ রোগের পথ্য যে তোমার ভালবাসায় লুকায়িত করা আছে।
.
হে আমার আলেজান
আমায় প্রেমের কর্কট রোগ থেকে মুক্তি দাও,
নচেৎ আমায় মৃত্যু দাও
আমি আর পারছি না নিজের সনে লড়াই করতে।
.
হে আমার আলেকজান
কুহেলিকার রাজ্যে হারিয়ে যেও না,
আমায় মুক্তি দাও
তোমার ভালবাসা দিয়ে
আমায় রাঙিয়ে দাও।
প্রেম কর্কট রোগ কে নাশ করো
আমার তনু- মনে ভালবাসা চাষ করো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।