আকাশ নীল
- ফয়েজ উল্লাহ রবি
আকাশ হলো নীল উড়ে গাঙ চিল
নদী-নালা পানিতে ভরে গেলো বিল
সাদা পদ্ম ফুটে ডোবার জলে
আয় ছেলেরা আয় মেয়েরা আনবো তুলে।
সবুজ-শ্যামল মাঠ শান্ত এই প্রন্থর
হিমেল হাওয়ার তালে খেলা করে অন্তর।
কুয়াশার আঁধার ঊষার আলোয়
প্রতিদিন সকাল হয় শুদ্ধ ভালোয়।
শাখে-শাখে ফুল পাখির কোলাহল
স্কুল ব্যাগ কাঁধে চলো ছাত্র-ছাত্রীর দল।
জ্ঞানের আলোয় আলোকিত এ ধরা
চলো জ্ঞান নেবে হইয়ওনা তো খাঁড়া।
ডিসেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।