আমায় দেখলে না
- ফয়েজ উল্লাহ রবি
আমার স্ব-শব্দের ভাষা বুঝনা তুমি
নিঃশব্দের ভাষা বুঝবে কেমন করে ?
ভালোবাসো আমায় হৃদয় উজার করে
কিন্তু; ভালোবাসা দেখিনা মনের ঘরে।
আমার নয়ন জলে কান্নার রং দেখ
বুকের ভেতর আঘাতের চিহ্ন নয়,
তুমি সব কিছু বুঝো বালিকা
বুঝোনা প্রেম ক্যামনে হয়।
আমার হাসি দেখে বুঝতে পারো "আমি কতোটা সুখে"
হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখ দেখনা ।
তুমি মন পড়তে পারো বুঝতে পারো
তবে মনের মানুষ চেন না।
আমার রাগটাই দেখলে তুমি
রাগের আড়ালে ভালবাসা দেখলেনা,
তুমি দেখলে উপরে কঠোরতা ভেতরের
কোমলতা দেখার চোখ হলো না।
ডিসেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।