তোমার সাথ
- ফয়েজ উল্লাহ রবি
তুমি-তুমি করে কাটছে আমার কাটে বেলা
সেই তুমি বুঝনা কেন এই মনে কতো জ্বালা।
সকাল-দুপুর রাত খোঁজি সারা বেলা
মিলেনা তোমার দেখা খাচ্ছি শুধু ঠ্যালা।
তুমি যদি না হতে গো কি হতো আমার,
ভাবনাতে কাটছে জীবন খোঁজে পেতে তোমার।
যদি একবার দেখা দাও সুখে ভরে জীবন,
না দেখলে কভু তোমায় তেঁড়ে আসে মরণ।
তোমাতে শুরু সকাল তোমাতেই আমার রাত,
ভাল্লাগেনা কোন কিছুই যদি না দাও সাথ।
ডিসেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।