অ ব ক্ষ য়
- ফয়েজ উল্লাহ রবি
“প্রতিদিন কতো খবর আসে ফেসবুকের পাতায়,
সব খবর কী সত্যি হয়ে যায়।
কিছু খবর ভুলে যায় মানুষ জীবনের অগোচরে
কিছু মনে বড্ড আঘার করে”।
এখানে খবর দেখে প্রশাসন রাজ্য জেগে উঠে
দু’দিন পর সব কিছু যায় মিঠে।
বিচারের বাণী নীরবে কাঁদে আদালত পাড়ায়
নষ্টদের ঢেকে দেয় পতাকায়।
স্বাধীনতা আমার স্বাধীনতা ধর্ষকের জন্য নয়
দর্শক হয়ে দেখবো! কেন নারী বাঁচবে নিয়ে ভয়?
ঘরে বাহিরে কোথাও মা-বোন নিরাপদ নয়
দিনে-দিনে মানুষের হচ্ছে অবক্ষয়।
বললো আমি কোথায়, কে আছে তা শোনতে
আপন ছেলে দুষ্ট! রাজি নয় কেউ তা মানতে।
ইদানীং পুরুষের ‘জাত’ কি বদলে যাচ্ছে?
তুই ‘ধর্ষক’ তুই ‘ধর্ষক’ কেউ-কেউ ডাকছে।
হারাচ্ছে মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার
কোথায় পাবো, কে দেবে এর প্রতিকার।
ডিসেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।