কষ্টের বৃক্ষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার অবহেলা আমার বুকে কষ্টের বীজ বপন করেছে
ক'দিন থেকে বুকটা চিন্ চিন্ করছে,
দৈবাৎ আজ দেখি কষ্ট বৃক্ষ গজিয়েছে
কষ্ট বৃক্ষ আমার মন থেকে ভালবাসা চুষে নিচ্ছে
আর নিজের ভিত্তি শক্ত করছে আমার বুকে।
.
কষ্ট বৃক্ষের ডালপালা নিত্য বেড়ে চলছে
কষ্টের বৃক্ষের ছাঁয়ায় সুখ আশ্রিত,
কষ্ট বৃক্ষ আমার বুকে কষ্ট বৃক্ষ রাজ্য গড়বে
তাই ভালবাসা মন থেকে চুষে নিচ্ছে।
.
কষ্ট বৃক্ষ আজ মুকুল এসেছে
কষ্টের অলি গুনগুন নেচে নেচে,
নিত্য করছে কষ্ট বৃক্ষের ডালে ডালে
কষ্ট বৃক্ষের বৃক্ষ রাজ্য হতে চলেছে।
.
আর তুমি আমার থেকে পর হতে চলেছো
আমার ভালবাসা এখন কষ্ট বৃক্ষের প্রাণ......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।