বিবসন হেমাঙ্গ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার বিসন হেমাঙ্গ
আলতো করে দিবো ছুঁয়ে
লাজ শরম যাবে তোমার ক্ষুয়ে।
.
তোমার বিবসন হেমাঙ্গে
ভালবাসার লালা দিবো প্রলেপ,
জ্বলবে তুমি মরবে না
বাড়বে প্রেম আক্ষেপ।
.
তোমার বিবসন হেমাঙ্গে
নিজের ভালবাসা দিবো বিসর্জন,
প্রতি চুমায়
একটু সুখ আনন্দ করব অর্জন।
.
তোমার বিবসন হেমাঙ্গ
স্পর্শের দাও অনুমতি,
ভালবাসায় লালায় চাকচিক্য হবে তুমি
বাড়বে তোমার রূপের জ্যোতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৫-২০১৮ ১৮:৫৩ মিঃ

তোমার বিবসন হেমাঙ্গ
স্পর্শের দাও অনুমতি,
ভালবাসায় লালায় চাকচিক্য হবে তুমি
বাড়বে তোমার রূপের জ্যোতি।